বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৫
ফয়সাল আহমেদ, ডিআইইউ প্রতিনিধিঃ
বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখা ছাত্রদলের সদস্য ফরম বিতরণের সময় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন বলেন, ছাত্রদল কোন নিষিদ্ধ বা গোপন সংগঠন নয়।
মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারী ) ডিআইইউ এর পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনে ছাত্রদলের সদস্য ফরম বিতরণকালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন ফ্যাসিবাদী শক্তি দ্বারা নির্যাতিত ছাত্রদল, শত অত্যাচার নির্যাতনেও দমে যায়নি। ২৪ এর স্বাধীনতা অর্জনে জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিকা রেখেছিল কিন্তু এ স্বাধীনতার স্বাদ হতে শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।
এসময় ডিআইইউ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল হাসান চাঁদ বলেন, এতদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলো অভিভাবকহীন। তাদের সুবিধা-অসুবিধা কিংবা যেকোনো যৌক্তিক দাবি উত্থাপন করতে পারেনি। কিন্তু ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা শেষ হবার পর সেই অন্ধকার সময় থেকে আমরা ফিরে এসেছি। বিশ্ববিদ্যালয়ের সকল যৌক্তিক দাবিতে ডিআইইউর ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, এতোবছর ফ্যাসিবাদী শাসন ব্যাবস্থা থাকায় আমরা তেমন কোনো কথা বলতে পারিনি। কিন্তু এখন সেই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার অবসান ঘটেছে। আমরা চাই যেকেনো সমস্যায় শিক্ষার্থীদের পাশে থাকার। শিক্ষার্থীদের কাছে আহবান থাকবে তারা তাদের যেকোনো সমস্যা আমাদের কাছে অবহিত করলে আমরা তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান হৃদয় সহ অন্যান্য নেতা-কর্মীরা।
এমআই